Saturday, April 19, 2025

সেমিনারে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকে আমন্ত্রণ নয়াদিল্লির

আরও পড়ুন

ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘অখণ্ড ভারত’ সেমিনারে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিবাদ দূরে রেখে ঐক্যবদ্ধভাবে উপমহাদেশের ইতিহাসকে উদযাপনের জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে এশিয়ার আরও বেশ কয়েকটি দেশকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে লড়াইয়ের ঘোষণা চীনের

উপমহাদেশের বাইরেও মধ্যপ্রাচ্যসহ মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ভারত। পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বাংলাদেশ এখনো নিশ্চিত করেনি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা। দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এমনটাই জানিয়েছে।

উল্লেখ্য, ১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের পর দুর্যোগের মোকাবিলায় ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি এই সংস্থা চালু করা হয়।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীকে বায়স্কোপ দেখাতে গিয়ে জনতার হাতে ধরা কৃষকদল নেতা, এরপর যা ঘটল

শুরুতে এর সদর দফতর কলকাতা ছিল। পরে ১৯০৫ সালে শিমলায় এবং ১৯২৮ সালে পুনেতে স্থানান্তর করা হয়। এরপর ১৯৪৪ সাল থেকে দিল্লিতেই আছে এই কার্যালয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ