Saturday, April 19, 2025

বিয়ে ভাঙতে ভাড়াটে গুন্ডা দিয়ে যুবককে মারধর করালেন তরুণী

আরও পড়ুন

পরিবারের লোকজন বিয়ে ঠিক করেছিল। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাকে পছন্দ হয়নি তরুণীর। তাই বিয়ে ভাঙতে ফন্দি আঁটেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে গুন্ডা দিয়ে বেধড়ক মার খাওয়ান যুবককে। ভারতের মহারাষ্ট্রের আহিল্যানগর জেলায় এ ঘটনা ঘটে। খবর এই সময় অনলাইন।

জানা যায়, ফেব্রুয়ারি মাসে সাগর জয়সিং কদম নামে ২৮ বছর বয়সী এক যুবককে বেধড়ক মারধর করে কিছু যুবক। ২৭ ফেব্রুয়ারি পুনে-শোলাপুর হাইওয়ের ওপর খামগাঁও নামে একটি জায়গায় এ ঘটনা ঘটে। সাগর একটি হোটেলের রাঁধুনি। তাকে হোটেলের সামনেই লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে সাগর কদম ১ মার্চ থানায় অভিযোগ করেন। ওই ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছে না বিএনপি

তদন্তেই উঠে আসে শ্রীগোন্ডার ময়ূরী সুনীল নামে এক তরুণীর নাম। ময়ূরীর সঙ্গে সাগরের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু এই বিয়ে করতে চাইছিলেন না ময়ূরী। তাই চাচাতো ভাই আদিত্য শঙ্করের কাছে সাহায্য চান ময়ূরী। পরামর্শ অনুযায়ী, ময়ূরীর বন্ধু সন্দীপ দাদা গাভাড়ে এবং কিছু ভাড়াটে গুণ্ডা সাগরের ওপর হামলা চালায়।

পুলিশ সূত্রের খবর, শিবাজি রামদাস জারে, ইন্দ্রভান সাখারাম কোলাপে এবং সুরাজ দিগম্বর নামে তিন জনকে ভাড়া করা হয়। এ কাজের জন্য মোট দেড় লাখ টাকায় চুক্তি হয়। তার মধ্যে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েও দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ডান হাত কেটে নিয়ে অবলীলায় হেঁটে যাচ্ছে যুবক, সিসিটিভিতে রোমহর্ষক দৃশ্য

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত ময়ূরী এখনো পলাতক। তার বিরুদ্ধে সংহিসতার একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ