গুজব না সত্যি! এই মূহূর্তে এটা বিচার করা খুবই কঠিন। এআই চালু হওয়ার পর এটা আরো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এরমধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না। আখেরে দেখা যায়, এটা নিতান্তই গুজব। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ধরা যাক এই মুহূর্তে খবর রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে। একটা সূত্র বলছে, তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে চিকিৎসা নিচ্ছেন।
অন্য একটি সূত্র বলছে, তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও মানবজমিন সত্যতা যাচাই করতে পারেনি। তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে দিল্লিতেই রয়েছেন। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা-নেয়া করা হচ্ছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হতে চলেছেন। এ বছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। খুনসহ প্রায় আড়াইশ মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত।