জামায়াতের নিবন্ধন নিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের দলের নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছে। আমরা আশা করি নিবন্ধন ফিরে পাবে।’
ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে সম্প্রতি ব্রাসেলসে সফর নিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শফিকুর রহমান জানান, “আমরা আশা করি, আমাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন খুব শিগগিরই ফিরে পাবো। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। ফেব্রুয়ারির আগে জাতির প্রত্যাশা পূরন হলে তখনও নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ভোটের অধিকার নষ্ট করেছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে জনগণ গ্রহণ করবে কিনা, সেটি বড় প্রশ্ন। আমরা আমাদের নিবন্ধন ফিরে পাবো আশা করছি।”
উল্লেখ্য, বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ২০১৩ সালে বাতিল হয়। তবে দলটি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।