Saturday, April 19, 2025

তামাকের প্যাকেট দেখিয়ে পাকিস্তানী এফ-১৬ যুদ্ধবিমান বিদ্ধস্তের খবর দিলো ভারতীয় মিডিয়া!

আরও পড়ুন

বিদ্ধস্ত হলো একটি প্রশিক্ষণ বিমান আর সেটিকেই কি না দাবি করে বসলো যুদ্ধবিমান এফ-১৬। ভারতীয় গোদি মিডিয়াগুলোর কাজই যেনো শুধু পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো। এবার পাকিস্তানী প্রশিক্ষণ বিমান বিদ্ধস্তের খবর জানাতে গিয়ে ভারতীয় মিডিয়া সেটিকে দাবি করে বসলো যুদ্ধবিমান এফ-১৬! এর প্রমাণ হিসেবে তারা আবার দেখাচ্ছে পাকিস্তানীরা পান মসলায় যে জর্দা বা তামাক ব্যবহার করে থাকে ‘এফ-১৬ নওসার’ সেটির প্যাকেট আর সাথে মিগ-২১ বিমান বিদ্ধস্তের পুরোনো ফুটেজ।

আরও পড়ুনঃ  কোথায় বেশি তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’?

এটি আবার সকলের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন ভারতীয় সাংবাদিক সুধির চৌধুরী। ভারতের এই সাংবাদিককে নিয়েও সমালোচনা কম নেই। পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর ওস্তাদ তিনি। শুধু তাই নয় ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে, মিথ্যাচার করতেও জুড়ি মেলা ভার এই ব্যক্তির।

সম্প্রতি ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন জি নিউজে দেখা যায়, একটি মিগ-২১ বিমান বিদ্ধস্ত হওয়ার পরে তার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার পুরোনো ভিডিও দেখানো হচ্ছে। আর তার সাথে পাকিস্তানি তামাক-দ্রব্য জর্দার প্যাকেট দেখিয়ে দাবি করা হচ্ছে পাকিস্তান ভারতীয় সীমান্তে ব্যবহার করছে এফ-১৬ অত্যাধুনিক যুদ্ধ বিমান। শুধু এতটুকুই নয় পুরোনো সেই ভিডিওটি দেখিয়ে তারা দাবি করছে ভারতীয় বিমান বাহিনী নাকি পাকিস্তানের সেই যুদ্ধ বিমানটিকে ধ্বংশ করেছে। আর পাকিস্তান এটিকে পুরো বিশ্বের সামনে দেখাবে না বলেই খুব দ্রুত নাকি এর ধ্বংসাবশেষ সরিয়ে ফেলছে।

আরও পড়ুনঃ  বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ,কারণ কি?

ভারতীয় টেলিভিশনটির এই মিথ্যা প্রোপাগান্ডা দ্রুতই নেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে। সাংবাদিক সুধির চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে পোষ্ট করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এটা বুঝতে সময় লাগে না যে জি নিউজে যে ফুটেজ দেখানো হয়েছে তা পুরোনো এবং মিগ-২১ বিমানের। আর যে ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে এটি এফ-১৬ যুদ্ধবিমান তা একটি তামাকের প্যাকেট ছাড়া আর কিছু নয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ