চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে রেস্তোরাঁটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাটিকে “গভীর সতর্কবার্তামূলক” বলে উল্লেখ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি আগুন লাগার কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য তিনি স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের একটি আবাসিক এলাকার নিচতলার রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুরে এই আগুন ছড়িয়ে পড়ে। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে (যেগুলোর সত্যতা রয়টার্স যাচাই করেনি) দেখা যায়, উজ্জ্বল কমলা রঙের আগুনে রেস্তোরাঁর সামনের অংশ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে। ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীদের আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা যায়।
প্রদেশটির কমিউনিস্ট পার্টির প্রধান হাও পেং জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ২২টি ফায়ার ট্রাক ও ৮৫ জন দমকল কর্মী অংশ নেন। তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনা চীনে সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের মধ্যে সর্বশেষ ঘটনা। এর আগে চলতি এপ্রিল মাসে হেবেই প্রদেশের একটি বৃদ্ধনিবাসে আগুনে ২০ জনের মৃত্যু হয়।
তারও আগে ২০২৩ সালে গ্যাস লিক থেকে দুটি বড় বিস্ফোরণ ঘটে। মার্চে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ২ জন নিহত ও ২৬ জন আহত হন। একই বছর সেপ্টেম্বরে শেনঝেন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণে একজন নিহত হন।