Saturday, September 20, 2025

জাকসু নির্বাচনের পোলিং অফিসার শিক্ষিকা জান্নাতুল আর নেই

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনি জ্ঞান হারান। এরপর দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক তরিকুলের মৃত্যুতে ফরহাদের ফেসবুক পোস্ট

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ