Saturday, April 19, 2025

যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে শ্রমিক লীগ সদস্য আটক

আরও পড়ুন

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের একজন নেতা আটক হয়েছেন।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মহানগর উত্তর যুবদলের নেতারা তাকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃত শ্রমিক লীগ নেতার নাম সোহেল রানা, তিনি উত্তর সিটির ৯৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর পাই যে, মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই লোককে হাতেনাতে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, স্থানীয় ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে এসেছিল।

আরও পড়ুনঃ  বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

সাজ্জাদুল মিরাজ উপস্থিত গণমাধ্যমকে জানান, এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ