Sunday, April 20, 2025

রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ শুরু

আরও পড়ুন

পূর্ব ঘোষণা অনুযায়ী লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।

ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগরসহ সারা দেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করলেন যুবদল নেতা!

এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন বলেও জানান তিনি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ-মানবসম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যরা।

আরও পড়ুনঃ  চিহ্নিত মাদক কারবারি’ রেজাউল এখন শ্রমিক দলের সভাপতি

এর আগে ফেসবুক পেজে এক পোস্টে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে বর্তমানে রাজনৈতিক সংকটে থাকা দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে, জানতে চান ওবায়দুল কাদের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, চোখের সামনে ছেলেমেয়েদের খুন করা হলো; শত শত ছেলে অন্ধ হয়ে গেল। বাংলাদেশে যত দিন না তারা ক্ষমা চাচ্ছে, যত দিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের (বিচার) মধ্যে আনা হচ্ছে, তত দিন তাদের প্রটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ