Saturday, April 19, 2025

দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে’

আরও পড়ুন

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আল সজল আলাল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শিকদার মো. লিটন।

সমাবেশে প্রধানবক্তা ছিলেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে। কারণ, তিনি দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ  মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন। জিয়াউর রহমান যুদ্ধ করে তাকে (শেখ মুজিবুর রহমান) উদ্ধার করেছেন।’
মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করতে দেওয়া যাবে না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সভাপতি মো. আ. হক ফরাজী। বিশেষ অতিথি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন লাল্টু প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ