Sunday, April 20, 2025

ট্রাম্পকে পাশে রেখে ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বললেন ইলন মাস্ক

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী এবং এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে মাস্কের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফোনে কথা বলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, যিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন। তবে তাদের আলোচনার বিষয়বস্তু পরবর্তীতে নির্ধারিত সময় অনুযায়ী বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফের বিশ্বমঞ্চে ড. ইউনূসের বাজিমাত

এছাড়া, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূস দুবাই সফরে রয়েছেন। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই দিনের সফরে সেখানে গেছেন। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দুবাই পৌঁছান।

এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ১৩ জানুয়ারি দুবাইয়ের শাসক, আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। সম্মেলনে বিশ্বব্যাপী সরকারের কার্যকরী অংশীদারি এবং জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরার একটি সুযোগ পাবে ড. ইউনূস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ