Sunday, April 20, 2025

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আর ধারাল অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসীকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেট দুনিয়ায় প্রসংশায় ভাসছেন ওই নারী। আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি রাতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলায় দুজনকে গ্রেপ্তার

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ