Saturday, April 19, 2025

নোয়াখালীতে মায়ের সামনেই স্কুলছাত্রীকে অপহরণ, অতঃপর…

আরও পড়ুন

নোয়াখালীর সদর উপজেলায় মায়ের সামনে থেকে অপহরণ হওয়া সেই স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র‍্যাব। এসময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আসামিকে বিচারিক আদালতে হাজির করা হবে।  

এর আগে, সোমবার বিকেলে উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন হৃদয় (২৪) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী (১৫) স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। আসামি হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। হৃদয় ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করাসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। গত ৭ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী তার মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় আগে থেকেই ওঁতপেতে থাকা হৃদয় ও অপর আসামিরা একটি হাইস মাইক্রোবাস থেকে নেমে ভুক্তভোগীর মাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। পরে তারা স্কুল ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

আরও পড়ুনঃ  এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ?

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন এবং আদালতের আদেশে ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের হয়। পরে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিকেলে মতিপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি ও অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণের শিকার ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন এবং আসামিকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুনঃ  যেসব জেলা নিয়ে ‘সিটি সরকার’ গঠনের প্রস্তাব সংস্কার কমিশনের

Copied from: https://rtvonline.com/

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ