বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতেও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজ শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে তারা এসব মন্তব্য করেন তারা।
এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবী করেন তারা বলেন, রাতে তো নিরাপদ নয়ই দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারাদেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার।
শিক্ষার্থীরা আরও বলেন, শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহবানও জানান তারা।
আপনার মতামত লিখুনঃ