Saturday, April 19, 2025

পল্টনে আগুন নেভানোর কাজে ১৩ ইউনিট, আসছে আরও

আরও পড়ুন

রাজধানী ঢাকার নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৩টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ হতে পারিনি, শহীদ পরিবারের সদস্য হতে চাই: জামায়াত আমির

তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি।

এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ