বাউফলে হাটের ইজারা নিয়ে বিএনপির দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৮টার দিকে উপজেলার মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
গুরুতর আহতরা হলেন— আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০) বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩১ সনের মমিনপুর হাটের ইজারা পান রুবেল সরদার নামে স্থানী এক ব্যবসায়ী, যিনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অপরপক্ষের আব্দুল কুদ্দুস গংরাও ইজারায় অংশ নিয়েছিলেন, তবে তারা ইজারা পাননি। নতুন ইজারাদারদের আগামী ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়। বুধবার রাতে ইজারাদার রুবেল সরদার তার সহযোগীদের নিয়ে হাটে হাসিল আদায় করতে গেলে প্রতিপক্ষ কুদ্দুস গংয়ের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, রুবেল গং ধারালো অস্ত্রসহ হামলা চালায়, ফলে উভয় পক্ষের কয়েকজন আহত হন। উভয় পক্ষই বিএনপির কর্মী-সমর্থক।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।