Thursday, April 17, 2025

জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির ৩ নেতা

আরও পড়ুন

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার তিন প্রবীণ নেতা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।

তারা হলেন, জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে কোণঠাসা এই তিন নেতা জানান, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে জাতীয় পার্টিতে তাদের গুরুত্ব হারায়। যদিও গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ অনুসারীরা ঘোষিত কমিটিতে তাদের নাম ছিল, তবে তাতে কোনো সক্রিয় দায়িত্ব পাননি তারা।

আরও পড়ুনঃ  তিনবার ফেল করে ড্রপ আউট ছাত্রদল নেতা : ছাত্রত্ব ফেরাতে লবিং

তারা বলেন, রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনতেই আমাদের পদত্যাগ। আমরা ভুলের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছি। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণের কাঁধে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে।’

নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তারা জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া সময় হলে জানানো হবে।

আব্দুল গফফার বিশ্বাস এর আগেও কয়েকবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি থাকা অবস্থায় অপারেশন ক্লিন হার্ট শুরু হয়। অসংখ্য মানুষ নির্যাতন ও হত্যা করা হয়। এর প্রতিবাদে পদত্যাগ করি। পরে জাতীয় পার্টি যে কয়বার জনগণের ভাষা বুঝতে পারেনি, ভুল পথে হেঁটেছে আমি সরে দাঁড়িয়েছি।

আরও পড়ুনঃ  চরমোনাই পীরের সাথে আগামীকাল সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

দলীয় সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্নে গফফার বিশ্বাস বলেন, যাদের ঘনিষ্ঠ বলে ধরা হয়, তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমিই ছিলাম সবচেয়ে সোচ্চার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ