নড়াইলের লোহাগড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম (৬০) এর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আহত অন্য দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশিপুর ইউনিয়নের সদস্য (মেম্বর) আওয়ামী লীগ নেতা কাজী রওশনের সঙ্গে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামে বিরোধ চলে আসছিল। কাজী রওশনের এক সমর্থকে মিরাজুলের লোকজন কাশিপুরে বাজার থেকে ধরে নিয়ে বিএনপি নেতা মিরাজুলের বাড়িতে নিয়ে যায়। এমন খবর ছড়িয়ে পড়লে কাজী রওশনের সমর্থকরা মিরাজুলের বাড়িতে হামলা চালিয়ে তাদের কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার ভাই ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে তারা। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় মিরাজুল ইসলাম ফকির ও বাবুল শরীফকে ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।