Wednesday, April 23, 2025

এবার শেখহাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে তাকে আইনের ওপর সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।

সোমবার (২১ এপ্রিল) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তাকে ১৯৯৯ সালে সম্মানসূচক আইন ডিগ্রি প্রদান করেছিল। তবে এটি পুনর্বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা, অন্তত ২০ শ্রমিক নিহত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না বরং ডিগ্রি বাতিলের প্রক্রিয়া ও নীতিমালা পর্যালোচনার একটি বড় পর্ব সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর কয়েক দিন আগেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা ও হত্যা।

আরও পড়ুনঃ  হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান

২০২৪ সালে জনগণের ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিক্ষোভ দমনে নেওয়া পদক্ষেপে ১০০০-এরও বেশি মানুষ নিহত হন।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, শেখ হাসিনা সেনাবাহিনীকে কারফিউ বাস্তবায়নে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এশিয়া উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছিলেন, প্রভাবশালী সরকারগুলোর উচিত শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করা যাতে তিনি নিরস্ত্র শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করেন।

আরও পড়ুনঃ  ভারত বিরুদী প্রেসিডেন্ট মুইজ্জুর দলের জয় জয়কার

এএনইউ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে কোনো সম্মানসূচক ডিগ্রি বাতিল করা হয়নি এবং এমন কোনো পূর্বপ্রথা নেই। ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়টি আরও বিস্তারিতভাবে বাতিলকরণ পদ্ধতি তৈরি করার উদ্যোগ নিচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ