ঘেন্না শিরনামে জামায়াত ইসলামীকে নিয়ে একটি স্ট্যাটাস ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে, অনুসন্ধানে জানা যায় মুহা: হুসাইন আল মাহমুদ (বাঙ্গালি) নামের আইডি থেকে ব্যাপক শেয়ারের মাধ্যমে স্ট্যাটাসটি ভাইরাল হয়।
স্ট্যাটাস হুবাহুব নিচে তুলে ধরা হলো….
জামায়াত কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না।
আমার বন্ধু: জামায়াত ক্ষমতায় যেতে পারবে না, কেনো? কারন তারা ধর্মভিত্তিক দল হওয়ায় অন্যান্য ধর্মের ভোট পাবে না।
জামায়াত প্রকাশ করলো অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও জামায়াতের সমর্থন, কমিটি আছে। হাজার হাজার সমর্থক আছে, তাদের মধ্য থেকেও যোগ্য প্রার্থীদের জামায়াত নমিনেশন দিতে চায়।
আমার বন্ধু: ছে ছে ছে জামায়াতের উপর ঘেন্না। এরা নাকি হিন্দুদের নিয়ে দ্বীন কায়েম করবে ছে ছে ছে। সব ক্ষমতায় যাওয়া ধান্ধা।
আমার বন্ধু: জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, কেনো? কারন তাদের দলে নারীদের অংশগ্রহণ নেই। বাংলাদেশের প্রায় অর্ধভাগ নারী ভোটার।
তো জামায়াত প্রকাশ করলো নারীদের নিয়ে তাদের আলাদা একটা উইং আছে, নারীদের দ্বারাই পরিচালিত ‘মহিলা জামায়াত। তারা নারীদের নিয়ে কাজ করে এবং তাদের লক্ষ লক্ষ কর্মী সক্রিয়ভাবে কাজ করছে।
আমার বন্ধু: ছে ছে ছে জামায়াত ক্ষমতার জন্য নারীদের রাস্তায় নামাইছে, নারীদের নিয়ে রাজনীতি ছে ছে ছে জামাতের উপর ঘেন্না।
আমার বন্ধু: জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, কেনো? জামায়াতের বহির্বিশ্বের সাথে সম্পর্ক নেই, আন্তর্জাতিক সম্পর্ক ছাড়া বাংলাদেশে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।
তো জামায়াত লাস্ট কয়েক মাসে কয়েক ডজন দেশের রাষ্ট্রীয় দূতের সাথে মত বিনিময়, ইউরোপীয় ইউনিয়ন সফরসহ নানান কার্জ সম্পাদন করেছে।
আমার বন্ধু: ছে ছে ছে জামায়াতের উপর ঘেন্না, তারা ক্ষমতায় আসার জন্য প্রভাবশালী দেশগুলোর সাথে আঁতাত করছে, ছে ছে ছে।
আমার বন্ধু: জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, কেনো? তাদের তো অন্যান্য ইসলামী দলগুলো চোখেই দেখতে পারে না, তাদের সাথে অন্যান্য ইসলামী দলগুলো নেই।
তো জামায়াত অন্যান্য দলগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে জোর দিলো এবং ইসলামী দলগুলো বললো এবার ভোট এক ব্যালটেই পরবে।
আমার বন্ধু: ছে ছে ছে জামাত ক্ষমতায় যাওয়া জন্য আদর্শে মিল নেই এমন দলের সাথেও আঁতাত করছে, ঘেন্না জামাতের উপর ঘেন্না।
আমার বন্ধু: জামায়াত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কেনো? জামায়াতকে দেশের জনগণ চায় না।
তো জামায়াত এই কয়েক মাসে দেশের প্রত্যেকটি জেলায় মহাসমাবেশসহ প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ল্ডে পর্যন্ত কর্মী, সহযোগী, সূধী সমাবেশ করলো। প্রত্যেকটা আয়োজনে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে।
আমার বন্ধু : ছে ছে ছে জামায়াতের উপর ছে। ক্ষমতায় যাওয়ার জন্য এতোই তাড়া, সারাদেশে মিছিল মিটিং শুরু করে দিছে।
ছে ছে ছে। ঘেন্না ঘেন্না ঘেন্না। জামাতের উপর হাজারো ঘেন্না।