Wednesday, April 30, 2025

গভীর রাতে বৈষম্যবিরোধীর দুই কর্মীকে কোপাল ছাত্রলীগ

আরও পড়ুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে পূর্ব বিরোধের জেরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া এবং একই এলাকার মিল্লাত খান নদীতে যান মাছ শিকারে যান। রাত ২টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান, একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান তাদের ওপর এ হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তায়েন ও মিল্লাতকে আহত করে সেখান থেকে পালিয়ে যান। একপর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির

প্রাথমিকভাবে এ ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, জুলাই-আগস্টে সৈয়দপুর বাজারে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি করায় সৈয়দ জীবান গংদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এরই জেরে এ হামলা হতে পারে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ