Saturday, September 20, 2025

কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুরের চেষ্টা

আরও পড়ুন

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। বোববার (০৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকায় জেলা সদর রোডে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে (সোনার বাংলায়) এই ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ বলেন, ভোরে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিন দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙেছে। এ ছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ভাইরাল. অতঃপর যা জানা গেল

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ