Saturday, September 20, 2025

অতিরিক্ত সিমকার্ডের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

আরও পড়ুন

এক ব্যক্তির নামে ১০টির বেশি সিমকার্ড থাকলে সেগুলো ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে অবৈধ ও অপরিচিত সিম ব্যবহার রোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে।

কীভাবে জানবেন আপনার নামে কয়টি সিম আছে?

আপনার এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে:

. মোবাইল থেকে *16001# ডায়াল করুন  
. এরপর জাতীয় পরিচয়পত্রের (NID) শেষ ৪ ডিজিট লিখে পাঠান  
. ফিরতি এসএমএসে আপনার নামে কতটি সিম রয়েছে, তা জানিয়ে দেওয়া হবে  

আরও পড়ুনঃ  মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

সিম ডি-রেজিস্টার করবেন যেভাবে:

. আপনার অতিরিক্ত সিমগুলোর তথ্য নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যান  
. যে সিমগুলো বাতিল করতে চান, তা কাস্টমার সার্ভিসে জানিয়ে ডি-রেজিস্ট্রেশনের আবেদন করুন  
. অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিন  
. আবেদন প্রক্রিয়া শেষে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার হয়ে যাবে।

যদি কোনো সিম বর্তমানে আপনার দখলে না থাকে, তবে মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্যসহ অতিরিক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হতে পারে। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ