ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়াটি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছেন।
বর্তমানে ভোট গণনা চলছে। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীসহ গোটা দেশ।
বিশ্লেষকদের মতে, একটি অভ্যুত্থানের ফসল হিসেবে পাওয়া এই ডাকসুকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব ও জয়-পরাজয়ের ভয়ে যেন পরিবেশ নষ্ট না হয়। কেউ যদি ভেবে থাকেন— নিজে জয়ী না হলে নির্বাচনকে শেষ হতে দেওয়া হবে না, তবে সেই প্রচেষ্টার মাধ্যমে ডাকসুকে ব্যর্থ করার পাশাপাশি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎও অন্ধকার করে ফেলবেন।
তাদের মতে, ডাকসুকে বানচাল করার দায় যাদের কারণে হবে, সেই দায়ভার এড়ানো সম্ভব হবে না। বরং এই দায়ের বোঝা নিয়েই সামনে এগোতে হবে।