বিষয়টি অনেকেই জানলে সত্যিই অবাক হন।
বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী—
🔹 একটি শুক্রাণু (বীর্য কোষ) তৈরি হতে গড়ে ৬৪ থেকে ৭৪ দিন সময় লাগে।
🔹 এই প্রক্রিয়াটিকে বলে Spermatogenesis (শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া)।
🔹 প্রথমে অণ্ডকোষে শুক্রাণুর উৎপাদন শুরু হয়, এরপর ধাপে ধাপে পরিপূর্ণতা লাভ করে।
🔹 পুরোপুরি পরিপক্ব হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করার মতো ক্ষমতাসম্পন্ন হতে প্রায় ২.৫ থেকে ৩ মাস সময় লাগে।
মানে, আজ যে শুক্রাণু ব্যবহারযোগ্য অবস্থায় আছে, তার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় তিন মাস আগে।
আপনার মতামত লিখুনঃ