Friday, September 19, 2025

এক ফোটা বীর্জ তৈরি হতে কত দিন সময় লাগে? আপনি জানলে অবাক হবেন

আরও পড়ুন

বিষয়টি অনেকেই জানলে সত্যিই অবাক হন।
বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী—

🔹 একটি শুক্রাণু (বীর্য কোষ) তৈরি হতে গড়ে ৬৪ থেকে ৭৪ দিন সময় লাগে।
🔹 এই প্রক্রিয়াটিকে বলে Spermatogenesis (শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া)।
🔹 প্রথমে অণ্ডকোষে শুক্রাণুর উৎপাদন শুরু হয়, এরপর ধাপে ধাপে পরিপূর্ণতা লাভ করে।
🔹 পুরোপুরি পরিপক্ব হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করার মতো ক্ষমতাসম্পন্ন হতে প্রায় ২.৫ থেকে ৩ মাস সময় লাগে।

মানে, আজ যে শুক্রাণু ব্যবহারযোগ্য অবস্থায় আছে, তার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় তিন মাস আগে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  সাংবাদিক তরিকুলের মৃত্যুতে ফরহাদের ফেসবুক পোস্ট

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ