Wednesday, April 30, 2025

যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

আরও পড়ুন

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোকুল খোলার ঘর এলাকায় ঢাকা – রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোকুলের খোলার ঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

আরও পড়ুনঃ  শতভাগ সফল হয়েছে ডিবির ভারত সফর: হারুন অর রশিদ

বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়৷ বাসে সুপারভাইজার আর চালক ছিল। বাস চালক বেপরোয়া ভাবে বাস চালাচ্ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ