Saturday, April 19, 2025

ব্যারিস্টার আরমান এখন মুক্ত

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এখন মুক্ত। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই সময় বিতর্কিত আদালতে মীর কাসেম আলীর বিচার চলছিল। মীর কাসেম আলীর শেষ ইচ্ছা ছিল তার অতি স্নেহের পুত্র ব্যারিস্টার আরমান তার নামাযে জানাযায় ইমামতি করবেন। তার সে ইচ্ছাও পূরণ করা হয়নি।

আরও পড়ুনঃ  ভোট গণনায় নয়ছয় করার ষড়যন্ত্রের অভিযোগ অখিলেশের

অবশেষে শেখ হাসিনার পতনের পর মুক্ত হলেন ব্যারিস্টর আরমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ