Saturday, April 19, 2025

নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন

আরও পড়ুন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জামায়াত কর্মীর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাাময়াতের আমির মাওলানা আবু জার গিফারী।

নিহতরা হলেন- সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে তাদের মৃত্যুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ  বিয়ের ১২ দিন পর স্বামী জানলেন, স্ত্রী আসলে নারী না

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম জানান, এমন দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। কারোরই কাম্য নয়। নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

জানাজায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলী, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাফেজ রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জীবনে অনেক খুনের তদন্ত করেছি, এমন ঠান্ডা মাথার খুন দেখিনি: ডিবির হারুন

উল্লেখ্য, গতকাল শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাত ১২টার দিকে দুই বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। এই সময় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন এবং অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আহত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ