Tuesday, April 15, 2025

হাদিসের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিন জয় করবে যে দলটি

আরও পড়ুন

ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। হজরত মুসা (আ.) এর জবানে মসজিদুল আকসা ও এর আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কুরআনের সূরা আল মায়েদা’র ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ কর এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্থ হয়ে প্রত্যাবর্তন করবে’। (সূরা আল মায়েদা, আয়াত ২১)

ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহ তা’আলা একে ইসরা ও মিরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস থেকেই নবীজির মিরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা বলেন, পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সব কিছুর শ্রোতা এবং সব কিছুর জ্ঞাতা’। (সূরা বনী ইসরাঈলের, আয়াত ১)

আরও পড়ুনঃ  ১২ বছর ধরে ইমামতি করে বেতন দুই হাজার, সেটাও ঠিকমতো পান না

সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে।

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোন বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তাঁরা এমনই থাকবে।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসূল, তাঁরা কোথায় থাকবে?’ রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তাঁরা বায়তুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে’।

আরও পড়ুনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রহস্যজনক মরদেহ: জানা গেল পরিচয়

সহীহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের ২৮৯৬ নম্বর হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে হারিস (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘পূর্বদিক অর্থাৎ খো’রাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে’।

তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারীর অবসান এবং মুসলমানদের বিজয় আসবে।

আরেক হাদিসে আবু হুরাইয়া (রা.) বর্ণনা করেন, ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা এইতো ইহুদি আমার পেছনে। এসো তাকে হত্যা করো’।

আরও পড়ুনঃ  কোরআনেই রয়েছে ইসরায়েলের পতনের কথা!

আল্লাহ তা’আলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তা হলো- কাবা শরিফ, মসজিদে নববী, মসজিদুল আকসা এবং মসজিদে তূর।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ