Thursday, May 1, 2025

আত্মহত্যা করল নাহিদ

আরও পড়ুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাহিদ বিশ্বাস নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নাহিদ বিশ্বাস ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং বানা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে। আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নাহিদ বিশ্বাস তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দিতে বলে। কিন্তু তার মা লাকি বেগম মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে অভিমান করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় নাহিদ। কিছুক্ষণ পর নাহিদের মা ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকে। পরে দরজা ভেঙে রুমে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ড. ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন, পাঠাতে চায় বিশেষ বিমান

ওসি হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে, নাহিদ আত্মহত্যার করেছে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ