Sunday, April 20, 2025

একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি

আরও পড়ুন

বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতায় কাজ করার অঙ্গীকার করেছেন। দুই পক্ষ একমত হয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলবে না।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ দশটি বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

বৈঠকের পর বিএনপি মহাসচিব জানান, আলোচনায় জাতীয় ঐক্য গড়ে তোলা, মানবাধিকার ও ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচারের আওতায় আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হয়েছেন তারা।

আরও পড়ুনঃ  রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ শুরু

এছাড়া উভয় পক্ষ ঘোষণা দেয়, “আমরা আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করব এবং ভবিষ্যতে যেন এ ধরনের শাসনব্যবস্থা আর না আসে, সে জন্য রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব।”

চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম বলেন, “দেশ ও মানবতার কল্যাণে আমাদের এই আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব যা উপস্থাপন করেছেন, তা আমাদের সম্মত মতামতের প্রতিফলন। আমরা গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারি।”

বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, এবং জ্যেষ্ঠ নেতারা। বিএনপির পক্ষে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যে গোপন পরিকল্পনায় এগোচ্ছে আওয়ামী লীগ

বৈঠকের পর দুই দল নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন। আলোচনায় উভয় পক্ষ দ্রুততম সময়ের মধ্যে একটি যৌক্তিক সময়সীমার ভেতরে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল ইসলামী আন্দোলন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানানো হয়েছিল। বৈঠকের মধ্য দিয়ে দুই দলের নেতারা নতুন করে সহযোগিতার বার্তা দিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ