Saturday, April 19, 2025

কর্মসূচি পরিবর্তন করলো আওয়ামী লীগ!

আরও পড়ুন

কর্মসূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ ৩ রা ফেব্রুয়ারি রাত ৯ টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশ আওয়ামী লীগের লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানানো যাচ্ছে।

“বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিতে পরিবর্তন
– ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সারা দেশে সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে
– ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল সফল করার জন্য
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে
—–
বাংলাদেশ আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। দেশের জনগণ এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। অগণতান্ত্রিক এই ফ্যাসিস্ট সরকার দমন-পীড়নের মাধ্যমে যতই ভয়ের রাজত্ব কায়েম করুক না কেন, জনগণ সোৎসাহে আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ করেছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সম্বলিত এই লিফটলেট বিতরণে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি তারাও এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কর্মসূচির সার্থকতা বহন করে। অন্যদিকে এই ফ্যাসিস্ট সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কঠোরভাবে বাধা প্রদান করছে, নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে এবং গণগ্রেফতার করছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফ্যাসিস্ট সরকারের এ হেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখিয়ে ও তাদের বিরুদ্ধে গণগ্রেফতার পরিচালনা করে এই কর্মসূচি রুখা যাবে না।

আরও পড়ুনঃ  একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি

জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশ আওয়ামী লীগের লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানানো যাচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানদের জমায়েত ‘বিশ্ব ইজতেমা’-র কারণে ১৬ ফেব্রুয়ারির অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সেক্ষেত্রে ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সারা দেশে সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

আরও পড়ুনঃ  চরমোনাই সফরে যাচ্ছেন জামায়াত আমির

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান, যার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরো কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছে শেখ হাসিনাকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ