Wednesday, April 30, 2025

শরীরে ইট ও গলায় রশি পেঁচানো বৃষ্টিকে পাওয়া গেল পুকুরে

আরও পড়ুন

নড়াইল থেকে নিখোঁজের চার দিন পর বাগেরহাট থেকে গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টির (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।

এর আগে শুক্রবার নিখোঁজ হন নড়াইল সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের কর্মী বৃষ্টি।

তিনি শহরের আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্যার মেয়ে।

নিহত গৃহবধূর মা সবেজান বেগম গত শনিবার নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি অভিযোগ করেন, যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুনঃ  মাদারীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিকে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত জামায়াত

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে সদর হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি করছেন।

তাঁর স্বামী মাহফুজ ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের সদস্যরা বৃষ্টির লাশ আনতে বাগেরহাটে গেছেন। কথা বলার মতো কেউ নেই। পরে মোবাইল ফোনেও তাদের পাওয়া যায়নি।
ফকিরহাটের পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় তারা দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। তার শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল।

আরও পড়ুনঃ  এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ?

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুরে মরদেহ পাওয়া গেছে। পাড় থেকে জুতাও উদ্ধার করা হয়েছে।

পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই দিন আগে নারীকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেওয়া হতে পারে। কী কারণে কারা তাকে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতাদের নিয়ে ইউএনও’র আইন-শৃঙ্খলা সভা

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ফকিরহাট থানার পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শোনা যাচ্ছে, তার সঙ্গে একটি ছেলের অনৈতিক সম্পর্ক ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হত্যা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ