Wednesday, April 30, 2025

হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া নিয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

আরও পড়ুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি? ইতিমধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। ভারতকে চিঠিও দেওয়া হয়েছে সে বিষয়ে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।

তিনি জানিয়েছেন, এখনও বাংলাদেশকে এ বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি।

রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট তিনটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন—

আরও পড়ুনঃ  বাইকে ঘুরতে গিয়ে প্রাণ গেল হবু স্বামী-স্ত্রীর

এর আগে, বুধবার রাত থেকে বাংলাদেশে আবার উত্তেজনা ছড়িয়েছে। ঢাকায় ৩২ ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে হাসিনার ধানমন্ডির বাড়িও। বুধবার রাতে হাসিনা ভার্চুয়ালি বাংলাদেশিদের উদ্দেশে ভাষণ দেন। সেই অনুষ্ঠানের প্রচার আগে থেকে করেছিল আওয়ামী লীগ। হাসিনা-বিরোধীরা এর ফলে ক্ষুব্ধ হন। ভাষণ শুরুর আগেই ধানমন্ডিতে জমায়েত করে তাঁরা বিক্ষোভ দেখান এবং মুজিবের বাড়িতে ভাঙচুর করেন। ওই বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে।

আরও পড়ুনঃ  বিমানের টিকিট সিন্ডিকেট : লিখিত অভিযোগ আমিরাত প্রবাসীর

বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত থেকে হাসিনা উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন। এর ফলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে। হাসিনাকে চুপ করানোর জন্য ভারতকে লিখিত ভাবে অনুরোধও করেছে ঢাকা। তলব করা হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-রাষ্ট্রদূতকে। এই পরিস্থিতিতে হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের আবার অবনতি হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ