Wednesday, April 23, 2025

লুকোচুরি খেলতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

আরও পড়ুন

রাজশাহীর পুঠিয়ায় লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোন মারা গেছে। রবিবার (২০ এপ্রিল) বেলা তিনটার দিকে রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমানের মেয়ে সাইফা খাতুন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদা ও সাইফা পার্শ্ববর্তী আকবর হোসেনের ছেলে মিলনের বাড়িতে লুকোচুরি খেলছিল। খেলতে গিয়ে তারা মিলনের বাড়ির ফ্রিজের পেছনে লুকিয়ে পড়লে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুনঃ  ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে প্রেমিকের হাতে তুলে দেন স্ত্রী

আরও পড়ুন: ঢাবি ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ, শীর্ষ নেতৃত্বে কোনো নিয়মিত শিক্ষার্থী নেই

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশের পুকুরে পড়ে মারা যায়। কিছুদিন পর তার ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যুবরণ করে। আর রবিবার আরেক মেয়ে সাইফা খাতুন খেলতে গিয়ে ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করে। এক পরিবারের পরপর তিন সন্তান হারানোর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ