ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে মাথার খুলি, হাড়সহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী লেনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি বাসে তল্লাশি করার সময় একটি সাদা-কালো ট্রাভেল ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। ভেতরে কী আছে জানতে চাইলে ব্যাগের মালিক জানান, ব্যাগে অর্জুনগাছের ছাল আছে। কিন্তু ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মানবদেহের কঙ্কাল। ব্যাগের ভেতর ৩টি মাথার খুলি, বড় হাড় ২৮টি, মেরুদণ্ডের ১টি, বিভিন্ন অংশের হাড়ের ৫০টি টুকরা পাওয়া যায়। এ সময় ওই বাস জব্দসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন (৪৮) ও শেরপুরের আলমগীর হোসেন (২৪)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ৩ ব্যক্তি শেরপুরে বিভিন্ন কবর থেকে এসব সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯–এর ১০ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “রবিবার রাতে নিয়মিত তল্লাশি চলাকালে শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের একটি বাসের কালো একটি ব্যাগ থেকে গন্ধ আসতে থাকে। ব্যাগের সঙ্গে থাকা ব্যাক্তিকে ভেতর কী আছে—জানতে চাইলে সে জানায় অর্জুনগাছের ছাল। কিন্তু কেন গন্ধ আসছে, এর কারণ জানতে ব্যাগ তল্লাশি করে ভেতরে মানুষের কঙ্কাল পাওয়া যায়। ওই সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।”