সিনেট ভবন কেন্দ্রে মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ। রির্টানিং কর্মকর্তা গোলাম রাব্বানী এ তথ্য জানান।
এছাড়া প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুনঃ