ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। আল্লাহর বিশেষ রহমতে তিনি ও গাড়িতে থাকা অন্য যাত্রীরা শারীরিক ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে বেঁচে গেছেন।
আজ সুবহে সাদিকের সময় ঢাকা থেকে শেরপুরগামী পথে জামালপুরের নারিকেলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথিমধ্যে চালক ঘুমের ঘোরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে নিয়ে গেলে সেটি পাশের একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়ির যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার পর সকলে নিরাপদে উদ্ধার হয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং একে তাঁরই বিশেষ অনুগ্রহ বলে মনে করছেন।
আপনার মতামত লিখুনঃ