Saturday, April 19, 2025

উপজেলা বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

আরও পড়ুন

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সহসভাপতি আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে দলীয় ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন বিএনপির এই নেতা।

যোগদানের সময় উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. শামিউল হক ফারুকী এবং ইসলামপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান রাশেদসহ প্রমুখ।

জামায়াতে যোগদানের বিষয়ে আলী হোসেন কালবেলাকে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করে আসছি। জামায়াত ইসলামী দলের আদর্শ, কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সেই জন্য আজকে আমি জামায়াতের ফরম পূরণের মধ্যদিয়ে উপজেলা দলীয় কার্যালয়ে এসে যোগদান করলাম।

আরও পড়ুনঃ  কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামী দলে যোগদানের বিষয়ে উপজেলা নায়েবে আমির রাশেদুজ্জামান রাশেদের নিকট জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, জামায়াত ইসলামী একটি শান্তি ও ইসলামী রাজনৈতিক দল। যে কেউ জামায়াতের আদর্শ, কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিতে পারেন। ইসলামপুর উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে ইসলামী দলে যোগদান করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ