Friday, August 22, 2025

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

আরও পড়ুন

মোবাইলের ডায়াল প্যাড বদলে যাওয়ায় অনেকেই চিন্তিত। এর কারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে গুগল। ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস।

‘মেটেরিয়াল থ্রি’ এক্সপ্রেসিভ হলো গুগল ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এ জন্যই সবার মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন মোবাইল, তাদের সবার আগে আপডেট হয়েছে।

আরও পড়ুনঃ  প্রক্টরের পদত্যাগ দাবি, শিবির ও ঢাবি প্রশাসনের ক্ষমা চাইতে হবে

গুগল ফোনের এই নতুন নকশা শুধু মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।

এ ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীদের কিছু করণীয় রয়েছে। নিচে সেগুলো দেওয়া হলো।

* আপডেট আনইনস্টল করলে আগের মতো চলে আসছে অনেকের।
* ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।

* নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।

* নিজের মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

* মোবাইল রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।

* ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।

* মোবাইল আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ