Friday, August 22, 2025

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে প্রতিযোগী দেশগুলো একে একে দল ঘোষণা করছে। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার (২২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিসিবির ঘোষণা অনুযায়ী, ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারো স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদি হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্কোয়াড ঘোষণার মাধ্যমে বাংলাদেশ দল চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবারের এশিয়া কাপের প্রতিযোগিতায় অংশ নিতে।

আরও পড়ুনঃ  এবার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন: পিনাকী ভট্টাচার্য

দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। নুরুল শেষবার খেলেছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর পর সাইফ হাসানও দলে ফিরেছেন। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাদ পড়েছেন নাঈম শেখ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

আরও পড়ুনঃ  সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, রাজি নয় বিএনপি

এশিয়া কাপের মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, আর গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। দেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে

আরও পড়ুনঃ  ঢাকাসহ চার বিভাগের জন্য আসছে বড় দুঃসংবাদ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ