ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর থেকে বাগছাস ও শিবিরসহ বিভিন্ন সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে, ছাত্রলীগ বলে ট্যাগিং করছে।
তিনি বলেন, এ সকল অপপ্রচার রুখে দিয়ে নির্বাচনী মাঠে ঘুরে দাঁড়াবে ছাত্রদল। পাশাপাশি অপপ্রচার রুখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার শহিদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম আরও বলেন, ডাকসুর প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের যেকোনো মসজিদে নামাজ পড়তে গেলে শিক্ষার্থীরা বা সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে সালাম বিনিময় করতেই পারে, এতে আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন আসে না। বরং এর বিপরীতে বিভিন্ন গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা গণমাধ্যমের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পৌঁছানো জরুরি।
প্যানেল প্রসঙ্গে তিনি জানান, ছাত্রদল একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে যেখানে আদিবাসী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নারী প্রার্থীরাও স্থান পেয়েছেন। অন্য প্যানেলের মতো সংগঠনের সভাপতি-সম্পাদকরা শীর্ষ পদে না দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষিত নেতাদের প্রার্থী করা হয়েছে।
ইশতেহার প্রসঙ্গে আবিদুল ইসলাম বলেন, এখনই ঘোষণা না দিলেও ছাত্রদলের অঙ্গীকার হলো গেস্টরুম-গণরুম সংস্কৃতি চিরতরে উৎখাত করা, শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা প্রাইভেট পড়িয়ে টিকে থাকে তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা।