Friday, August 22, 2025

ওয়াসিম জীবন দিলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি: ছাত্রদল সম্পাদক

আরও পড়ুন

যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন সেই বৈষম্য এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

বুধবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ছাত্রদলের শীর্ষ এই নেতা এমন মন্তব্য করেন। এসময় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়াসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ছাত্রদল সম্পাদক বলেন, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে রাষ্ট্র ওয়াসিম আকরামের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় আসলে সকল শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  বাধ্যতামূলক অবসরে পুলিশের চার ডিআইজি, জানা গেল কারণ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ