Saturday, August 23, 2025

ট্রাম্প সফরের খবর প্রত্যাহার করে নিল পাকিস্তানি টিভি চ্যানেল

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছিল পাকিস্তানি সংবাদমাধ্যম। কিন্তু হোয়াইট হাউস তা অস্বীকার করার পর সংবাদ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছে তারা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়ার দেশটিতে সফরের পরিকল্পনার খবর প্রত্যাহার করে নেয়। পাশাপাশি সংবাদমাধ্যমগুলো ক্ষমাও চেয়েছে।

এর আগে হোয়াইট হাউস ট্রাম্পের সফর সম্পর্কিত প্রতিবেদনগুলো খারিজ করে দেয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, এই মুহূর্তে পাকিস্তান সফরের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুনঃ  ভাবি-ননদের পিটুনিতে গৃহবধূর...

বৃহস্পতিবার জিও এবং এআরওয়াই নিউজ চ্যানেল জানিয়েছিল, সেপ্টেম্বরে ট্রাম্পের পাকিস্তান সফরের কথা রয়েছে। কিন্তু পরে উভয়ই তাদের প্রতিবেদন প্রত্যাহার করে নেয়।

প্রত্যাহার প্রসঙ্গে জিও জানায়, ‘জিও নিউজ যাচাই ছাড়াই সংবাদ সম্প্রচারের জন্য তার দর্শকদের কাছে ক্ষমা চাইছে।

এআরওয়াই-এর একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে জানান, পররাষ্ট্র দপ্তর এই সফর সম্পর্কে কিছু জানে না বলার পর তারা সংবাদটি প্রত্যাহার করে নেন।

জর্জ ডব্লিউ বুশ-ই শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি পাকিস্তান সফর করেছিলেন। ২০০৬ সালে তার সফর এশিয়ায় ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুনঃ  ব্যাগের ভেতরে পুরুষের মা'থা'বি'হী'ন শরীর, রোমহর্ষক দৃশ্য! যা জানাল পুলিশ

গত মাসে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক অভূতপূর্ব বৈঠকে আতিথ্য করেন ট্রাম্প। এরপর মার্কিন-পাকিস্তান সম্পর্ক একটি বড় অগ্রগতি লাভ করে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে বলেও জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ