Friday, August 22, 2025

জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দলীয় নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। আজ শনিবার চট্টগ্রামে প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে পুনরায় আত্মপ্রকাশ রাজনৈতিক দুরদর্শিতার ঘাটতি প্রকাশ করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রথম প্রয়োজন একটি গণমুখী গঠনতন্ত্র। জনগণকে বুঝাতে হবে গঠনতন্ত্র কী এবং কেন তা প্রয়োজন। যাতে দেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে-সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।’

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে কান্দে কান্দে যা বললেন নিহত সোহাগের বড় মেয়ে

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, সহকারী অধ্যাপক খ আলী আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম ও রাজনৈতিক ও বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ