Saturday, August 23, 2025

সন্তানদের অনুরোধে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে এলেন হিরো আলম

আরও পড়ুন

অবশেষে সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে সন্তানদের নিয়ে একটি লাইভ ভিডিও শেয়ার করে তিনি এসব কথা জানান। 

এরআগে, এক পোস্টে হিরো আলম জানান, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।

আরও পড়ুনঃ  ইন্টারনেট বন্ধের পর বলেছিলেন ‘শেখ হাসিনা পালায় না’

আরেক পোস্টে তিনি বলেন, আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ