Saturday, August 23, 2025

ঈদের নামাজে ইমামকে শাসালেন আ.লীগ নেতা

আরও পড়ুন

সঠিক সময়ে ঈদের নামাজ শুরু করায় ইমামকে প্রকাশ্যে শাসিয়েছেন রাজশাহীর পবা উপজেলার আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম কাজল। এ ঘটনার তীব্র প্রতিবাদ করেন মুসল্লীরা।

শনিবার (৭ জুন) সকালে দামকুড়া থানার মুরারীপুর ঈদগাহে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদগাহে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ঈদের জামাত শুরু হয়। নামাজ শুরুর আগে একাধিকবার সময় জানানোর পরও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুল ইসলাম কাজল ও তার অনুসারীরা জামাতস্থলে উপস্থিত হননি।

আরও পড়ুনঃ  সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যা

তবে জামাত শেষ হওয়ার সাথে সাথেই তিনি ঈদগাহে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মাইক কেড়ে নিয়ে ইমামকে প্রকাশ্যে শাসান।

ভিডিওতে দেখা গেছে, ইমামের কাছ থেকে মাইক নিয়ে কাজল প্রশ্ন করেন, কেন সঠিক সময় অনুযায়ী নামাজ শুরু করা হলো? কেন তিনি অপেক্ষা করেননি।

এসময় উপস্থিত মুসল্লীরা এর তীব্র প্রতিবাদ জানান। মুসল্লীদের প্রতিক্রিয়ায় পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে কাজল মাইক ছেড়ে দূরে সরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকুল ইসলাম কাজল মুরারীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি। আওয়ামী লীগের রাজনৈতি করেন, এ কারণে কাউকে তোয়াক্কা করেন না।

আরও পড়ুনঃ  খালেদা জিয়া, তারেক রহমানের ছবি দিয়ে আ, লীগ নেতার টয়লেট নির্মাণ

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে মসজিদ, গোরস্থান ও ঈদগাহ কমিটি থেকেও অপসারণ করা হয়েছে। তিনি মুরারীপুর নিচপাড়া জামে মসজিদেরও বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ঈমাম ও মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় আচার ও ইবাদতের মধ্যে রাজনৈতিক প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। এ ধরনের আচরণ ধর্মীয় পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা বিগত দিনের অপশাসন এখন আর মেনে নিবেন না।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ