Saturday, August 23, 2025

৩ তরুণীসহ যে দলের নেতা আটক

আরও পড়ুন

সিরাজগঞ্জের তাড়াশে তিন তরুণীসহ শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার মান্নাননগড় বাজারে এ ঘটনা ঘটে।

‌বিষয়‌টি নি‌শ্চিত করে তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর জানান, তাদেরকে বর্তমানে তাড়াশ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ (৫০) তিন তরুণীকে আটক করা হয়।

মাসুদ মান্নান নগর বাজারে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করছিলেন ব‌লে অভিযোগ ওঠে। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারীকে লাথি মারা কে এই যুবক

আটক তরুণীরা বলেন, তারা নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন। স্থানীয়দের মিথ্যা অভিযোগে পুলিশ তাদের আটক করেছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ