Saturday, August 23, 2025

যে কারণে মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

আরও পড়ুন

লন্ডন থেকে শনিবার সন্ধ্যায় টেলিফোনে তারেক রহমান মাসুদ কামালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ফাইল ছবি
রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৮ জুন) শনিবার সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারিরীক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন।

সিনিয়র এই সাংবাদিককের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে তার সঙ্গে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  যে শর্তে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রস্তাবে একমত হবে জামায়াত

এ ছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ