Saturday, August 23, 2025

রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে পার্লামেন্টারি বোর্ডের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থিতা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ড। এই আসনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েব আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: দুই ভাই রিমান্ডে,অতঃপর যা জানা গেল

জানা গেছে, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়ার চিকিৎসক হিসেবে পেশায় নিয়োজিত রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর মজলিশে শুরার অধিবেশনে ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন।

আরও পড়ুনঃ  হেনস্তার শিকার জনপ্রিয় অভিনেত্রী, করলেন গু’রু’ত’র অভিযোগ

রাজশাহীতে ৯টি উপজেলা, সিটি করপোরেশনসহ মোট ৬টি সংসদীয় আসন। রাজশাহীর ৯ উপজেলা নিয়ে গঠিত ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী দিয়েছিল না সংগঠনটি। তবে বুধবার (৯ জুলাই) দুপুরে পার্লামেন্টারি বোর্ড মিটিংয়ে রাজশাহী-২ সদর আসনের প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ